সমাজের আলো : সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উজানের ঢল ও ভারি বৃষ্টিতে নদ-নদী ও হাওড়ের পানিবৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিয়েছে। শনিবার পর্যন্ত পানিবন্দী হয়ে পড়েছেন উভয় জেলার প্রায় ৪০ লাখ মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, এটি সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা। শনিবার সকাল ৯টা থেকে এলাকা প্লাবিত হয়েছে। পানি প্রবেশ করায় জেলার কুমারগাঁও গ্রিড উপকেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে। ফলে ন্যাশনাল গ্রিড থেকে সিলেটে বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে। শনিবার দুপুর সোয়া ১২টা থেকে পুরো সিলেট জেলা বিদ্যুতবিহীন। পানিবন্দী মানুষের মধ্যে হাহাকার ও আর্তনাদ চলছে। আশ্রয়ের খোঁজে পানি-স্রোত ভেঙ্গে ছুটছে মানুষ। সবচেয়ে বিপদে আছে শিশু ও বয়স্করা। আটকে পড়াদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেয়া হচ্ছে। যেখানেই শুকনো ও উঁচু জায়গা পাওয়া যাচ্ছে, সেখানেই আশ্রয় নিচ্ছেন দুর্গতরা।

সিলেটের সবক’টি উপজেলা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক ও সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক। দুই জেলায় শতাধিক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সুনামগঞ্জে গত দুদিন ধরে বিদ্যুত না থাকায় মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সিলেটের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শুক্রবার রাতে সিলেটে বৃষ্টি কিছুটা কম ছিল। এতে পানি এক-দুই ইঞ্চি কমেছিল। তবে, শনিবার সকাল থেকে সিলেটে মুষলধারে বৃষ্টি হওয়ায় জেলার নতুন নতুন উঁচু এলাকা প্লাবিত হয়। পানির নিচে তলিয়ে যায় সবগুলো রাস্তাঘাট। সিলেটে আগামী ৪৮ ঘণ্টা ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বন্যাদুর্গত এলাকায় পানিবন্দী লোকজনকে উদ্ধারে সেনা ও নৌবাহিনী তৎপর রয়েছে। শুক্রবার বিকেল থেকে সেনাবাহিনীর ১০ প্লাটুন, ছয়টি মেডিক্যাল টিম এবং শনিবার সকাল থেকে নৌবাহিনীর ৩৫ সদস্য দুটি টিমে ভাগ হয়ে কাজ শুরু করেছে। সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। উদ্ধারকাজে নৌবাহিনীর সদস্যরা নিজস্ব ক্রুজ ও বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করছেন। ৬০ জনের আরেকটি দল উদ্ধারকাজে যুক্ত হবে। জেলা প্রশাসন সূত্র জানায়, নৌবাহিনীর ৩৫ সদস্যের একটি দল শুক্রবার রাতে সিলেট এসে পৌঁছায়। শনিবার সকাল থেকে ৩৫ সদস্যের দল কোস্টগার্ডের একটি ক্রুজ ও বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে একটি টিম সকাল থেকে কাজ শুরু করেছে। আরেকটি টিম কোম্পানিগঞ্জে কাজ শুরু করেছে। জেলা প্রশাসন সূত্র আরও জানায়, শনিবার বিকেলে নৌবাহিনীর আরও ৬০ সদস্যের একটি দল সিলেট এসে পৌঁছায়। আরও দুটি ক্রুজ উদ্ধারকাজে যোগ দেয়ার কথা রয়েছে। এর মধ্যে একটি সিলেটে ও অন্যটি সুনামগঞ্জে উদ্ধারকাজে যুক্ত হবে। সিলেট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা জানিয়েছে, ১৭ লাখ ৫০ হাজার টাকা, ৭ হাজার ৯০০ বস্তা শুকনো খাবারের প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে। মন্ত্রণালয় আরও ৮ হাজার প্যাকেট খাবার ও ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশাররফ হোসেন জানান, সিলেট ও সুনামগঞ্জের ১২ জেলায় বন্যা পরিস্থিতি সবচেয়ে খারাপ। এসব এলাকায় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।




Leave a Reply

Your email address will not be published.