সমাজের আলো : একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এক কাঠ ব্যাবসায়ি। পিতা ও ছেলে ও একই পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা দিয়েছে । আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। ঘটনাটি সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর গ্রামের। বাদির বাড়ি সদরের গোবিন্দকাঠি গ্রামে। ভাড়ায় থাকে মোহনপুর গ্রামে।

সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর গ্রামের তুজলপুর কৃষক ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রহমান, ইউপি সদস্য শরিফুল ইসলাম, তুজলপুর বাজার জামে মসজিদের আমির হোসেন,মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সেলিম হোসেন, জানান,মামলার বাদি মান্নান একজন মামলাবাজ। মিথ্যা ঘটনা তৈরি করে তুজলপুর পিতা আমান উল্লাহ, ছেলে চলতি এস এসসি পরিক্ষার্থী মেহের হাসান,পিতা ভ্যান চালক আব্দুল মাজেদ ও তার ছেলে রিপন,তার মামাতো ভাই ইমমদা ও ভ্যান শামিমকে বিবাদি করে মিথ্যাচার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধারার মামলা দিয়েছে। আমাদের জানামতে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। এর আগে মান্নান আরো কয়েকটি মামলা দিয়ে হয়রানি করেছে।মান্নান একজন মাদকসেবীর ।তার ছেলেরা মাদক ব্যবসায়ী।মিথ্যা মামলাকারিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি। মিথ্যা মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। একই সাথে এস এসসি পরিক্ষার্থীকে আসামি করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.