সমাজের আলো। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, করোনায় জনগণের সেবায় পুলিশ যেভাবে পেশাদারিত্ব ও মানবিকতা দেখিয়েছে তা দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। দেশের জনগণও অকুণ্ঠচিত্তে পুলিশকে এর প্রতিদান দিয়ে তাদের মনের মণিকোঠায় স্থান দিয়েছে। তাই পুলিশের কোনো সদস্য ড্রাগ গ্রহণ করবে না, ড্রাগের ব্যবসা করবে না, ড্রাগ ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্কও রাখবে না। রোববার (১৫ নভেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনস-এ ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত কনস্টেবল, নায়েক ও এএসআইদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি একথা বলেন। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী, এসবি প্রধান মীর শহীদুল ইসলাম, সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published.