সমাজের আলো : পাবনার বেড়া উপজেলায় প্রতারক চক্রের ফাঁদে পড়ে শিক্ষার্থীরা তাদের বিকাশ অ্যাকাউন্টে জমা হওয়া উপবৃত্তির টাকা খোয়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং সম্পর্কে সীমিত জ্ঞান ও তাদের সরলতার সুযোগে বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর হাতিয়ে নিতে ফাঁদ পাতছে প্রতারকেরা। গত এক সপ্তাহে উপজেলার অন্তত ৩০ শিক্ষার্থী তাদের উপবৃত্তির টাকা খুইয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে প্রকৃত ভুক্তভোগীর সংখ্যা আরও বেশি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় বিকাশ এজেন্টরা জানিয়েছেন, শিক্ষার্থীরা প্রতারকের কাছে টাকা খোয়ানোর অভিযোগ নিয়ে তাঁদের কাছে আসছে। কিন্তু তাঁরা এ ব্যাপারে কিছুই করতে পারছেন না।




Leave a Reply

Your email address will not be published.