সমাজের আলো : সময়কার আওয়ামী লীগ অফিস ভাঙচুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রি শেখ হাসিনার ছবি ভাঙচুর করে অগ্নি সংযোগসহ আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর, মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার ভাঙচুর ও লুটপাটসহ কমপক্ষে সাতটি মামলার আসামী আবুল হোসেন এখন নব্য আওয়ামী লীগার হয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চয় হয়েছে। কালিগঞ্জের পশ্চিম নারায়ণপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী বলেন, একই গ্রামের আদর আলীর ছেলে আবুল হোসেন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থেকে আওয়ামী লীগের ভাবমুর্তি নষ্ট করেছে। ১৯৯৭ সালের ১২ এপ্রিল তৎকালিন সাংসদ শাহাদাৎ হোসেন হরতাল ডাক দিলে সড়ক অবরোধ করে আবুল হোসেনের নেতৃতেব কালিগঞ্জ থানা আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও লুটপাট শেষে অফিসে থাকা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বাঁধানো ছবি ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এ ঘটনায় থানা আওয়ামী লেিগর সাধারণ সম্পাদক মোজাহার হোসেন কান্টু বাদি হয়ে আবুল হোসেনসহ ৩৫ জনের নামে থানায় মামলা(জিআর-১২০/৯৭) করেন। একই বছরের ১১ এপ্রিল জুম্মার নামাজের পর আওয়ামী লীগ নেতা রায়পুরের নরীম আলী মাষ্টারের বাড়িতে ঢুকে তাকে রিভলবার দেখিয়ে জিম্মি করে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১৫ এপ্রিল থানায় মামলা(জিআর-১২৮/৯৭) হয়। এ মামলার ১নং আসামী আবুল হোসেন। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ১৯৯৭ সালের ১১ এপ্রিল নারায়নপুর গ্রামের আল মামুন সরদারের দোকানে হামলা চালিয়ে ৩০ হাজার টাকার মালামাল লুট করে আবুল হোসেন ও তার সহযোগিরা(জিআর-১২৩/৯৭)। একই দিনে কালিগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধা পাঠাগার ভাঙচুর, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুর করা হয় আবুল হোসেনের নেতৃত্বে। এ ঘটনায় বাজারগ্রামের কাজী আব্দুর রহমান মামলা দিরেও সাধারণ ডায়েরী হিসেবে গণ্য করা হয়। ১৯৯৭ সালের ১২ এপ্রিল কঁকশিয়ালী গ্রামের রামপদ দাস এর দোকানে হামলা চালিয়ে টাকা ও মালামাল লুট করা হয় আবুল হোসেনের নেতৃত্বে। এ ঘটনায় রামপদ দাস বাদি হয়ে মামলা(জিআর- ১২২/৯৭) করেন থানায়।




Leave a Reply

Your email address will not be published.