সমাজের আলো : বগুড়ার নন্দীগ্রামে বজ্রপাতে মারা গেছেন কৃষক আব্দুস সামাদ (৪৫) ও তার ছেলে হাবিবুর রহমান (১৪)। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সরিষাবাদ গ্রামের কৃষক আব্দুস সামাদ ও তার ছেলে হাবিবুর রহমান সরিষাবাদ দক্ষিণ মাঠে পাওয়ার টিলার দিয়ে জমিতে হালচাষ করতে যান। হালচাষ করার সময় সকাল ১০টার দিকে হঠাৎ বজ্রপাত হয়। সেই বজ্রপাতে তাদের মৃত্যু হয়। হাবিবুর রহমান উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বান্দিরপুকুর দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে তার বাবাকে হালচাষে সহযোগিতা করতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারায়। বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহম্মদ ও নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।




Leave a Reply

Your email address will not be published.