তালা প্রতিনিধি :  সাতক্ষীরার আশাশুনি উপজেলায় আম্পান সংঘটিত উপকূলের ভাঙ্গাবাঁধ পুননির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করা এবং আগামী ঝড় জলোচ্ছ্বাস মৌসুমের পূর্বেই অতিঝুঁকিপূর্ণ বাঁধগুলো সংস্কারের দাবি জানিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের নিকট গণদাবী পেশ করেছেন আশাশুনি উপজেলা পানি কমিটি ও নাগরিক সমাজের নতৃবৃন্দ। শনিবার (৬ ফেব্রুয়ারি) আশাশুনি উপজেলা পানি কমিটির সভাপতি অধ্যক্ষ রুহুল আমীন ও নাগরিক সমাজের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম মোল্যা স্বাক্ষরিত উক্ত লিখিত গণদাবীসমূহ পেশ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন-উদ-দৌলা, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) ডঃ মোঃ মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী রফিকউল্লাহ, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, আশাশুনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের প্রমুখ। উক্ত গণদাবীতে অসমাপ্ত বাঁধগুলোর নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা, আগামী বর্ষা মৌসুমের পূর্বে অতি ঝুঁকিপূর্ণ বাঁধগুলো সংস্কার করা, বাঁধ সংস্কার কাজে ভূক্তভোগী কর্মহীন মানুষদের শ্রমিক হিসাবে নিযুক্ত করা, জনগণ, স্থানীয় পরিষদ, প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলকে যুক্ত করে বাঁধ সংস্কার ও রক্ষণাবেক্ষণ কমিটি গঠন করা এবং বাঁধ ভাঙ্গা সংক্রান্ত জরুরী পরিস্থিতি মোকাবেলা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আপদকালীন তহবিল সরবরাহ করার দাবি লিখিত আকারে পেশ করা হয় এলাকার মানুষের পক্ষ থেকে।




Leave a Reply

Your email address will not be published.