আজহারুল ইসলাম সাদী: বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর চাকুরী জাতীয়করণের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।রোববার (০২ জানুয়ারি-২০২২) সকাল ১০টার সময় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন এর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন এর প্রধান উপদেষ্টা মোঃ মোকাদ্দেম হোসেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর কর্মচারী ইউনিয়ন এর চেয়ারম্যান কমান্ডার মোস্তফা কামাল, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর কর্মচারী ইউনিয়ন এরমহা সচিব কমান্ডার এম এ নাছের প্রমুখ।

এসময় সারাদেশ থেকে আগত হাজারো গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।উক্ত মানববন্ধনে বক্তৃতা কালে বক্তাগণ বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭৫ সালে আদেশের পরিপত্রের পেক্ষিতে গ্রাম পুলিশ বাহিনীর ধার্যকৃত জাতীয় বেতন স্কেল (স্মারক নং এস ১/১ ইউ ৫/৭৬/১৮/১ (৬৬) ১৭/০১/১৯৭৬ আজও বাস্তবায়ন হয়নি?

অবিলম্বে এই দাবি বাস্তবায়নের জোর দাবি জানান তারা।এসময় গ্রাম পুলিশ সদস্যরা”অনুমোদিত গ্রাম পুলিশ বাহিনীর জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন চাই” স্লোগানে ঢাকার রাজপথ মুখরিত করে তোলেন।পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধিনস্থ ও ইউনিয়ন পরিষদের আইন শৃঙ্খলা রক্ষাকারী গ্রাম পুলিশ বাহিনীর চাকুরী জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট তারা স্মরণলিপি প্রাদান করেন।




Leave a Reply

Your email address will not be published.