সমাজের আলো: একের পর এক ‘অবিশ্বাস্য’ পরাজয়ের পরও বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে ভোটে যাওয়ার যৌক্তিকতা নিয়ে বিএনপিতে বিভক্তি দীর্ঘদিনের। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরাগভাজন হওয়ার আশঙ্কায় এতদিন ভোটপন্থিদের সঙ্গে এর বিরোধীদের দ্বন্দ্ব কিছুটা চাপা ছিল। সদ্য অনুষ্ঠিত ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের পর অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। বিএনপির তৃণমূল থেকে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম পর্যন্ত একাধিক নেতার সঙ্গে এ বিষয়ে কথা হয় এ প্রতিবেদকের। তারা বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি কেন উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে- এ প্রশ্নের উত্তর তাদের জানা নেই। এই নেতাদের অনেকেই মনে করেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হওয়ার পর তার মুক্তির দাবিতে যথাযথ আন্দোলন না করা, নির্বাচনে যাওয়া, প্রার্থী চূড়ান্তকরণ, সংসদে যোগ দেওয়াসহ বেশিরভাগ সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন উঠেছে। যদিও বিভিন্ন সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা বিশ্বাস করেন সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচনের মধ্য দিয়ে হবে। এ জন্য তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। মহাসচিবের এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে দলের একজন ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম মহাসচিব বলেন, ক্ষমতাসীনরা নির্বাচনে অনিয়ম করবে আর আমরা শুধু চেয়ে দেখব- এটা হয় না। এটার নাম নির্বাচন বা রাজনীতি নয়। ভোটাররা ভোটকেন্দ্রে না গিয়ে বরং বিএনপিকে বলে দিচ্ছে- তোমরা ঠিক পথে নেই। এ বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে বুঝতে পারছেন বলে মনে হয় না। দলের গুরুত্বপূর্ণ আরেক নেতা বলেন, দেশ ও দলের বাস্তব চিত্র তারেক রহমানের কাছে আছে বলে মনে করি না। দলের কিছু নেতাকে নিয়ে গঠিত বিশেষ একটি সিন্ডিকেটের দেওয়া ‘ভুল তথ্যের’ ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ কারণে দলের বেশিরভাগ সিদ্ধান্ত ভুল হচ্ছে যার দায়ভার বহন করতে হচ্ছে তারেক রহমানকে। এ জন্য সাধারণ মানুষের কাছে বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যাপকভাবে সমালোচিতও হচ্ছেন।




Leave a Reply

Your email address will not be published.