ফজলুল হক সুন্দরবন অঞ্চল প্রতিনিধিঃ শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে ভিজিডি’র চাউল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (০৬ এপ্রিল) বেলা ১২ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ৩৪৫ জন ভাতাভোগীদের মাঝে উক্ত চাউল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভবতোষ কুমার মন্ডল। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সচিব মো. রিয়াজুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত চাউল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য জি.এম আব্দুর রউফ, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মো. কামরুজ্জামান মোড়ল, ২নং ওয়ার্ড ইউপি সদস্য গোলাম মোস্তফা, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আব্দুর রশিদ, মহিলা ইউপি সদস্যা মোছাঃ খাদিজা বেগম, উপজেলা মহিলা বিষয়ক অফিসের ভিজিডি প্রোগ্রামার মো. মাসুম বিল্লাহ প্রমুখ। উল্লেখ্য, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১৮০০ এর অধিক আবেদনের মধ্যে শতভাগ সুষ্ঠ বাছাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে ৩৪৫ জন দুস্থ ও অসহায় মহিলাদের মধ্যে উক্ত চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মহামারি করোনা ভাইরাস এর প্রাদূর্ভাব মোকাবেলায় সামাজিক দুরত্ব বজায় রেখে এবং সকল স্বাস্থ্য বিধি মেনে উক্ত চাউল বিতরণ করা হয়েছে। আরও প্রকাশ থাকে যে, ৩৪৫ জনকে একদিনে জমায়েত না করে, প্রথমদিনে ৯৭ জন ভিজিডি ভাতাভোগীর মাঝে উক্ত চাউল বিতরণ করা হয়েছে। আগামী ২ বছর এই ভাতাভোগীরা প্রতি মাসে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হবে। আরও উল্লেখ থাকে যে, ৩৪৫ পরিবার থেকে ২৬৬ পরিবারকে আগামী ২ বছর পরে স্বাবলম্বী করার লক্ষ্যে নগদ অর্থ প্রদান করবেন বলে আশ্বস্ত করেছেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। করোনার সময় সামাজিক দুরত্ব ও সকল স্বাস্থ্য বিধি মেনে ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল এর গৃহীত এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে বুড়িগোয়ালিনী ইউনিয়ন বাসী। এই প্রসঙ্গে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস বিদ্যমান। সরকার ঘোষিত এক সপ্তাহের জন্য লকডাউন চলছে। আমার নির্বাচনী এলাকার মানুষ সম্প্রতি নদীভাঙন এর কবল থেকে রক্ষা পেলেও লকডাউন এর কারণে তারা আয়রোজগার করতে পারছে না। এমতাবস্থায় আমরা তাদের ঘরে এই চাউল তুলে দিতে পারায় খুবই স্বস্তিবোধ করছি। আমাদের আশা, আকাঙ্ক্ষার শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনার অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিভিন্ন সংকটকালীন সময়েও বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য তিনি সবসময় ভাবেন। উপস্থিত সকলের উদ্দেশ্যে চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনারা যারা ভাতাভোগী এখানে এসেছেন। তাদের নিকট একটা মুল্যবান কথা বলতে চাই, আমাদের ইউনিয়ন পরিষদ সম্পূর্ণ দূর্নীতিমুক্ত। অত্র পরিষদের কোন ইউপি সদস্য, সচিব, গ্রাম পুলিশ বা রাজনৈতিক নেতাদের দ্বারা প্রভাবিত হয়ে যদি উৎকোচ দিয়ে অবৈধভাবে এই কার্ড পেয়ে থাকেন তাহলে সবার সামনে এখনই বিস্তারিত বলুন, আমি তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা গ্রহন করছি৷ সবশেষে দেশরত্ন শেখ হাসিনার জন্য সকলের নিকট দোয়া চেয়ে আনুষ্ঠানিক ভাবে চাউল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।




Leave a Reply

Your email address will not be published.