যশোর প্রতিনিধি :  বেনাপোলের রুদ্রপুর সীমান্তে সারের ব্যাগে মিলল ১০ টি স্বর্ণের বার। এ সময় সাকিব হোসেন (১৮) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি সদস্যরা আটক সাকিব গোগা গ্রামের মৃত-কালাম হোসেনের ছেলে।

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে রুদ্রপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল তানভীর রহমান (পিএসসি) জানান, গোপন খবর আসে একজন পাচারকারী স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে রুদ্রপুর সীমান্তের কাছে আম বাগানে অবস্থান করছে। এমন খবরে বিজিবির একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ওই পাচারকারীকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তার হাতে থাকা সারের ব্যাগে তল্লাশি চালিয়ে ১০ টি স্বর্ণের বার জব্দ করা হয়।

জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ২৩৩ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।আটকের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.