সমাজের আলো : আজ রোববার সকাল ছয়টার দিকে বিকল হওয়া ভাঙাচোরা ব্যক্তিগত একটি গাড়ি সড়কে পড়ে ছিল। গাড়িতে চালক বা কোনো যাত্রী ছিলেন না। টহল পুলিশ ও স্থানীয় কয়েকজনের সন্দেহ হলে তাঁরা গাড়ির দরজা খুলে দেখেন, ব্যক্তিগত গাড়ির যাত্রীর আসনে তিনটি গরু কুণ্ডলী পাকিয়ে আছে। ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গোপালপুর বাজারে এ ঘটনা ঘটে।তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের আজ সকালে প্রথম আলোকে বলেন, গাড়িটি ময়মনসিংহ থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, গরু তিনটি চুরি করা হয়েছে। ব্যক্তিগত গাড়িটি বেশ পুরোনো ও ভাঙাচোরা। গাড়ির কোনো রেজিস্ট্রেশন নম্বর নেই। চুরি করা তিনটি গরু নিয়ে যাওয়ার পথে গাড়িটির একটি চাকা পাংচার হয়ে যায়। দিনের আলোও ফুটতে শুরু করে। গাড়ি মেরামত করে গন্তব্যে যাওয়ার মতো সময় না থাকায় গরুসহ গাড়িটি রেখেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ গাড়ি ও তিনটি গরু তারাকান্দা থানায় নিয়ে যায়।




Leave a Reply

Your email address will not be published.