সমাজের আলো : ভারতের সেফহোমে বন্দি দু’শতাধিক বাংলাদেশি কিশোর-কিশোরী অবৈধভাবে ভারতে গিয়ে পশ্চিমবঙ্গের সেফ হোমে বন্দি রয়েছে দুই শতাধিক বাংলাদেশি কিশোর-কিশোরী। এসব বন্দিদের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যস্থতায় দেশে ফিরিয়ে আনতে দীর্ঘ সময় লেগে যায়। আর তাই দ্রুত তাদের ফিরিয়ে আনতে সম্প্রতি উদ্যোগ নিয়েছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে ঢোকার অপরাধে পশ্চিমবঙ্গের ১৭টি সেফহোমে বন্দী রয়েছে এসব কিশোর-কিশোরী। কাজের সন্ধানে কিংবা বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে আটক এসব বাংলাদেশি কিশোর-কিশোরীদের এতদিন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যস্থতায় ফিরিয়ে দেয়া হলেও নাগরিকত্ব শনাক্তে লেগে যেত দীর্ঘসময়। আর তাই দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাস। এরইমধ্যে ১৬০ জনের নাগরিকত্ব শনাক্তের কাজ শেষ করেছে উপদূতাবাস। এদের মধ্যে সোমবার বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে ৩৮ জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতার উপরাষ্ট্রদূত তৌফিক হাসান বলেন, ইতোমধ্যে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি। তারা জেলা প্রশাসনকে বিষয়টি অবগত করেছে। ৩৮ জনের একটি তালিকা আমরা করেছি। ২৫ জানুয়ারি বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। শুধু কিশোর-কিশোরীই নয়, অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে প্রায় দেড় হাজার বাংলাদেশি পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে বন্দি রয়েছেন। যাদের অনেকের সাজার মেয়াদ শেষ হলেও নাগরিকত্ব প্রমাণের জটিলতায় বছরের পর বছর বন্দি থাকতে হচ্ছে ভিন দেশের কারাগারে।




Leave a Reply

Your email address will not be published.