সমাজের আলো : রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রাথমিকের পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষা শেষে বিদ্যালয়গুলোতে চলছে বিদায়ী পর্ব। সেই সঙ্গে ওই শিক্ষার্থীদের সনদপত্রের বিনিময় মিষ্টি খাওয়া বাবদ শিক্ষকদের দাবিকৃত অর্থ দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। জানা যায়, উপজেলায় ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ওই বিদ্যালয়গুলো থেকে প্রতিবছরের মত এ বছরও হাজারো শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণি থেকে উত্তীর্ণ হয়ে বিভিন্ন মাধ্যমিকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হচ্ছে।

এদিকে শিক্ষার্থীদের অভিভাবকরা অভিযোগ তুলে বলেন, পঞ্চম শ্রেণির সনদপত্র নিতে প্রায় সকল প্রাথমিক বিদ্যালয়গুলো তাদের ইচ্ছেমত টাকা নিচ্ছেন। কোনো প্রতিষ্ঠান ৩০০ আবার কোনোটায় ৪০০ টাকা পর্যন্ত আদায় করছেন।আবদুস সালাম নামে একজন শিক্ষার্থীর অভিভাবক বলেন, উপজেলার গণ্ডগোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থী সনদপত্র নিতে গেলে ৩০০ থেকে ৪০০ টাকা করে দাবি করা হয়। কেউ টাকা না দিলে ওই শিক্ষার্থীকে সনদপত্র দেয়া হয় না।তবে এ বিষয়ে জানতে গ-গোহালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাখি দেবীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়।




Leave a Reply

Your email address will not be published.