সমাজের আলো : বগুড়ায় স্কুল মাঠে পড়ে থাকা এক ব্যক্তিকে মৃত ভেবে দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন স্থানীয়রা। কিন্তু ৯৯৯ নম্বার থেকে ফোন পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির আধাঘণ্টা পর মারা যান নাসির উদ্দিন মণ্ডল (৪৫) নামের ওই ব্যক্তি। তিনি বগুড়া শহরের পালশা এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।জানা গেছে, নাসির উদ্দিন মণ্ডল মাদকাসক্ত ছিলেন। গত পাঁচ বছরে তিনি আড়াই বিঘা জমি এবং বাড়ি বিক্রি করেন মাদকের টাকা যোগাড় করতে। একপর্যায়ে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকে নাসির ভিক্ষা করে খাবার যোগাতেন। কখনও স্কুলের বারান্দায় আবার কখনও বাস টার্মিনালে রাত কাটাতেন। মাদকসেবী হিসেবে পরিচিত হওয়ায় এলাকার লোকজন তাকে তেমন সহযোগিতাও করত না। ফলে খাদ্যের অভাবে শারিরিক অবস্থার অবনতি ঘটে।গত কয়েকদিন ধরে নাসির পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় বারান্দায় শুয়ে ছিলেন। তাকে কেউ খাবার না দেওয়ায় তার হাত-পা নাড়াচাড়া বন্ধ হয়ে যায়। এ অবস্থায় এলাকার লোকজন গতকাল শুক্রবার রাতে তাকে মৃত ভেবে দাফনের উদ্যোগ নেয়। স্কুল মাঠে খাটিয়া আনা হয় তাকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য। এমন সময় এলাকার এক যুবক ৯৯৯ নম্বরে ফোন দিয়ে মৃতদেহ পড়ে থাকার বিষয়টি জানান।




Leave a Reply

Your email address will not be published.