সমাজের আলো : সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.আ ফ ম রুহুল হক বলেছেন, দেশের যে কোন জরুরী মুহুর্তে চিকিৎসক সমাজ সবার আগে থেকে কাজ করে। করোনাকালীন মুহুর্তে আমাদের চিকিৎসকরা জীবন বাজি রেখে কাজ করেছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের প্রাণের দাবী ছিলো। ঘূর্ণিঝড় আইলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্যামনগরে এসেছিলেন। সেই অনুষ্ঠানে আমার দাবীর পেক্ষিতে তিনি মেডিকেল কলেজ হাসপাতাল দিয়েছেন। এই কলেজ থেকে অনেক চিকিৎসক বের হয়ে মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। চিকিৎসা সেবার মান আরও বৃদ্ধি করতে কমিউনিটি ক্লিনিকের সেবা বাড়াতে হবে এবং উপজেলা ব্যবস্থাপনা বাড়াতে হবে। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় চিকিৎসকদের জন্য অনেক কিছু করতে পেরেছি।বৃহস্পতিবার (১২ মে) বিকাল ৩ টায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন(বিএমএ) সাতক্ষীরার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএমএ সাতক্ষীরা শাখার সভাপতি ডা. মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিশেষ অতিথির’র বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম, বিএসএমএমইউ’র সাবেক উপাচার্য ডা: কামরুল হাসান খান, বিএমএ এবং স্বাচিপ খুলনার সাধারণ সম্পাদক ডা: মেহেদী নেওয়াজ, বিএমএ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ডা: জামাল উদ্দীন চৌধুরী, বিএমএ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডা: শেখ শহীদ উল্লাহ প্রমুখ। বিএমএ সাতক্ষীরার সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ রাশেদুজ্জামান ও সহকারী অধ্যাপক ডা. শুতপা চ্যাটার্জীর সঞ্চালনায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ.লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই খুদা, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মো. মনোয়ার, ডা. কাজী আরিফ আহমেদ, ডা. শামসুর রহমান, ডা.এস এম মোখলেছুর রহমান, ডা. সুমন কুমার দাশ, সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডা. মো. আজমল হোসেন। অনুষ্ঠানে ৪২ তম বিসিএস নিয়োগ প্রাপ্ত ডাক্তারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা.আ ফ ম রুহুল হক।




Leave a Reply

Your email address will not be published.