যশোর প্রতিনিধি : উপজেলা পর্যায় পার হয়ে যশোর জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন অভয়নগরের ঐতিহ্যবাহী নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম ফারুক আহমেদ। জাতীয় শিক্ষা সপ্তাহ’২০২২-এ তিনি মাধ্যমিক স্কুল বিভাগে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। সোমবার জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি তাঁর শিক্ষাগত যোগত্যা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরীর দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃংখলাবোধ, সময়ানুবর্তিতা, ডিজিটাল কনটেন্ট তৈরী ও মাল্টিমিডিয়ার ব্যবহার, পাঠ্যপুস্তক প্রণয়ন এবং পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাঁকে জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করেন। প্রকাশ থাকে যে, তিনি ইতোপূর্বে ২০০৯ ও ২০১০ সালে বেসরকারিভাবে এবং ২০১৯সালে সরকারিভাবে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। শিক্ষাকতা পেশায় তিনি বিভিন্ন শিক্ষাবোর্ডের পরীক্ষক, প্রধান পরীক্ষক, প্রশ্নপত্র তৈরী, মডারেটর ও বহিরাগত পরীক্ষকের দায়িত্ব পালনসহ বাউবি’র এসএসসি প্রোগ্রামের সমন্বয়কারী, টিউটর ও পরীক্ষকের দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি কম্পিউটার শিক্ষা বিষয়ের মাস্টার ট্রেইনার ছিলেন।




Leave a Reply

Your email address will not be published.