যশোর প্রতিনিধি ঃ ট্যাংকলরী ও জ্বালানি মালিক সমিতির ধর্মঘটের কারণে জ্বালানী তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হলেও যশোরের পাম্প গুলোতে এখনো এর প্রভাব পড়েনি। তবে ধর্মঘট বৃদ্ধি পেলে আগামীকাল থেকে পামগুলো তেল শূন্য হয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জ্বালানী তেল বিক্রির উপর কমিশন ও ট্যাংকলরী ভাড়া বৃদ্ধির দাবিতে ২৪ ঘন্টার ধর্মঘট আহবান করেছে ট্যাংকলরী ও জ্বালানি মালিক সমিতি। যে কারণে আজ রোববার খুলনার ডিপোগুলো থেকে তেল উত্তোলন করতে পারিনি যশোরের পাম্প মালিকরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন সর্বশেষ গত বৃহস্পতিবার থেকে তেল উত্তোলন করেছিলেন তারা। শুক্র- শনিবার সরকারি বন্ধ থাকায় আজ রোববার সকালে তেল উত্তোলনের জন্য গাড়ি পাঠান। কিন্তু ধর্মঘটের কারণে তেল পাননি তারা। তাদের দাবি পাম্পে যে মজুদ আছে তা দিয়ে আজ জ্বালানি তেল সরবরাহ করতে পারবেন তারা। ধর্মঘট বাড়লে কাল থেকে পামগুলো থেকে তেল দেয়া সম্ভব হবে না।




Leave a Reply

Your email address will not be published.