যশোর প্রতিনিধি :  যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ শহরে অভিযান চালিয়ে গাঁজা, মোটরসাইকেল, বার্মিজ চাকু ও সরকারি কাজে বাঁধা দেওয়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ চারজনকে গ্রেফতার করেছে৷ বৃহস্পতিবার রাতে শহরের সিটি কলেজের প্রধান ফটকের সামনে থেকে ওই চার আসামীকে আটক করা হয়৷

আটক আসামীরা হলো যশোর শহরের মনিহার বৌ বাজার এলাকার শাহজাহান মীর (৫০), আলামিন @ সম্রাট হোসেন (২৫), হৃদয় হোসেন @ লিমন (২৮) আটক করেন এবং মৃত- শহীদুল্লাহর ছেলে, শাহিন @ ছোট বাবুব(২৫) কে দুই কেজি গাঁজা সহ আটক করা হয়৷ ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর রুপন কুমার সরকার জানান, বৃৃৃৃহস্পতিবার রাতে যশোর শহরের

সিটি কলেজের প্রধান ফটকের সামনে যশোর নড়াইল মহাসড়কের উপর রাত পৌঁছানো মাত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহিন উরফে ছোট বাবু (২৫), শাহআলম, হুরাইয়া পালানোর চেষ্টাকালে শাহিন @ ছোট বাবুকে আটক করলে, সে তার হাতে থাকা চাকু দিয়ে কং আব্দুল কাদের এর ডান হাতের কনুইয়ে জখম হয় এবং শাহআলম, হুরাইয়া পালিয়ে যায়। শাহআলম ও হুরাইয়া তাদের পরিচিতদের সংবাদ দিলে ১০/১৫ জন এসে পুলিশের কর্তব্য কর্মে বাঁধা প্রদান করে। ঘটনার সংবাদ পেয়ে কোতোয়ালি থানার ডিউটিতে নিয়োজিত অফিসার ফোর্স এবং স্থানীয় শ্রমিক নেতাগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কর্তব্য কর্মে বাঁধা প্রদানকারী চার আসামীকে আটক করা হয়৷ এঘটনায় কোতয়ালী থানায় দুটি মামলা হয়েছে৷




Leave a Reply

Your email address will not be published.