সমাজের আলো : আফগানিস্তানে একটি সমন্বিত তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা করছে তালেবান। শুক্রবার সংগঠনটির মধ্যেকার এক সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা। এতে বলা হয়, আফগানিস্তানে যতগুলো জাতিগোষ্ঠী বা সম্প্রদায় রয়েছে তাদের সবাইকে নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে। এছাড়া জানানো হয়েছে, নতুন সরকারে থাকার জন্য প্রায় ১২ নেতার কথা ভাবা হচ্ছে। তবে এই সরকার কতদিন আফগানিস্তান পরিচালনা করবে তা ¯পষ্ট করে জানানো হয়নি প্রতিবেদনে।

তালেবানের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, এই সরকারের প্রধান হিসেবে একজন ‘আমিরুল মুমিনিন’ আফগানিস্তানের ইসলামি আমিরাতের নেতৃত্ব দেবেন। এই নামটি তালেবানের দেয়া। এছাড়া ভবিষ্যতের সরকার গঠন ও মন্ত্রীদের মনোনয়নের জন্য সর্বোচ্চ নেতৃত্বের এক কাউন্সিল গঠন করা হবে।এদিকে সরকার গঠনের দিকে অনেক দূর এগিয়েও গেছে তালেবান।সংগঠনটির পক্ষ থেকে দেশটির বিচার, অভ্যন্তরীণ নিরাপত্তা, প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ, তথ্য ও রাজধানী কাবুল বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োগ দেয়া হয়েছে




Leave a Reply

Your email address will not be published.