যশোর অফিস : পূর্ব শত্রুতার জের ধরে চিহ্নিত সন্ত্রাসীরা জাকারিয়া (২২) নামে এক বাইক চালককে গতিরোধ করে বার্মিজ চাকু দিয়ে বুকে ও পেটে আঘাত করে জখম পূর্বক নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় সোমবার ৬ মার্চ সন্ধ্যায় মামলর প্রধান আসামী ইয়ামিনকে ধারালো চাকুসহ গ্রেফতার করেছে। এছাড়া, রোববার ৫ মার্চ রাতে মামলায় অভিযুক্ত দুই নম্বর ইয়াছিন ও তার মাতা তিন নম্বর আসামী জলিকে তদন্তকারী কর্মকর্তা গ্রেফতার করে ছেড়ে দিয়েছে বলে মামলার বাদি সোহরাব হাওলাদার অভিযোগ করেছেন। রোববার ৫ মার্চ রাতে কোতয়ালি থানায় মামলাটি করেন, সদর উপজেলার নতুন খয়েরতলা এলাকার মৃত ইছহাক আলী হাওলাদারের ছেলে সোহরাব হাওলাদার। মামলায় আসামী করেন, একই গ্রামের লাল্টুর ছেলে ইয়ামিন,সহোদর ইয়াছিন,মাতা জলি ও পিতা লাল্টু কে।
মামলায় বাদি উল্লেখ করেন, ইয়ামিন চিহ্নিত সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য। পালবাড়ী রেললাইনের পশ্চিমে যশোর সেনানিবাসের জমি চাষাবাদ করে বাদি জীবিকা নির্বাহ করেন। বাদির ছেলে জাকারিয়া (২২) বাইক চালিয়ে ও পিতার কাজে সহযোগীতা করেন। গত ৪ মার্চ জাকারিয়া পিতার মাঠের কাজ শেষে বাড়িতে ফেরার পথে উল্লেখিত আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে বিকেল পৌনে ৬ টায় পালবাড়ী নতুন খয়েরতলা রেললাইনের পূর্ব পাশের গতিরোধ করে। জলি ও লাল্টুর হুকুমে ইয়াছিন ও জলি জাকারিয়াকে জাপটে ধরে রাখে। ইয়ামিন ধরালো বার্মিজ চাকু দিয়ে বাদির ছেলেকে হত্যার উদ্দেশ্যে তার বুকের বাম পাশের্^,পেটের ডান পাশের্^ কিডনির উপরে,বাম হাতের কনুই ও শরীরের বিভিন্নস্থান উপুর্যপরি আঘাত করে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। যার কারনে জাকারিয়ার পেটের বাথরুমের নাড়ি কেটে গুরুতর রক্ত ক্ষরন হতে থাকে। জাকারিয়া জখম অবস্থায় পড়ে থাকা অবস্থায় ইয়াছিন জাকারিয়ার প্যান্টের পকেটে থাকা নগদ ১২ শ’ টাকা মানিব্যাগসহ নিয়ে নেয়। জাকারিয়ার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আসামীদের কবল থেকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদিকে,সোমবার ৬ মার্চ সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা প্রদীপ কুমার রায় জানান, ঘটনার একমাত্র আসামী ইয়ামিনকে ধারালে বার্মিজ চাকুসহ গ্রেফতার করা হয়েছে। অপরদিকে, মামলার বাদি সোহরাব হাওলাদার অভিযোগ করেন,৫ মার্চ রোববার রাতে মামলার আসামী ইয়াছিন ও তার মাতা জলিকে তদন্তকারী কর্মকর্তা গ্রেফতার করে থানায় নিয়ে অজ্ঞাত কারনে ছেড়ে দেয়। যাতে বাদি ক্ষুব্দ জানিয়েছেন। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রদীপ কুমার রায় বলেন, ঘটনার সাথে শুধু মাত্র ইয়ামিন জড়িত। তাই ইয়ামিন ছাড়া বাকীদের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন ও জুয়েল ইমরান স্যারে উপস্থিতিতে ইয়াছিন ও তার মাতা জলিকে ছেড়ে দেয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.