—————————–!! শিরোনাম দেখে চমকিয়ে উঠছেন? রাসূল সঃ এর ও পাঠশালা ছিল? জি, রাসূল সঃ এর ও পাঠশালা ছিল। কিন্তু কেমন ছিল রাসূলের সেই পাঠশালা? কারা পড়তো সেই পাঠশালায়? কি পড়ানো হতো সেই পাঠশালায়? কে পড়াতো সেই পাঠশালায়? ইত্যাদি বিষয় নিয়ে আসুন আজ কিছু জানি বা শিখি।

পাঠশালা অর্থ কি?- পাঠ শব্দের সাধারণ অর্থে জ্ঞান দান করা বোঝায় আর শালা শব্দ টা মূলত আলয় থেকে যার অর্থ স্থান বা কেন্দ্র বুঝায় সুতরাং পাঠশালা অর্থ যেখানে জ্ঞান দান করা হয় বা চর্চা করা হয়।

কি নাম ছিল রাসূলের পাঠশালার?
——————————————-রাসূল সঃ এর পাঠশালার নাম ছিল দারুল আরকাম তথা আরকামের গৃহ। রাসূলের প্রিয় সাহাবী হযরত আরকাম রাঃ তার বাড়ীটা বরাদ্দ করলেন প্রিয় নবীজীর জন্য। যাতে করে বিশ্বনবী সঃ এই বাড়ীতে, এই পাঠশালায় বসে তার সাথীদের কে ইসলামের বিভিন্ন বিষয় শিক্ষা দিতে পারে।

কোথায় অবস্থিত সেই পাঠশালা ছিল?
——————————– ——–রাসূল যে সময়ে তাঁর পাঠশালা সূচনা করলেন তখন পরিবেশ টা ছিল অনেক কঠিন। সবেমাত্র রাসূল নবুয়াত পেয়েছেন। চারিদিকে শত্রুর আনাগোনা। প্রকাশ্যে দ্বীন শিখানোর কোন পরিবেশ ছিল না। তাই প্রয়োজন ছিল একটা নির্জন এলাকা। রাসূল সঃ সাফা পাহাড়ের পাদদেশে হযরত আরকাম রাঃ নির্জন বাড়ীটা বেছে নিলেন তার পাঠশালার জন্য। সাধারণত ঐই সময়ে কাফের মুশরিকরা ঐই জায়গায় খুব কম যেত বা মানুষের বিচরণ ছিল খুব কম। উল্লেখ্য যে হজ্জে গিয়ে সাফা- মারওয়া সাঈ করার সময় এই বাড়ীর সম্মুখভাগ দিয়ে অতিক্রম করতে হয়।

কারা পড়তো সেই পাঠশালায়?
—————————————— রাসূল সঃ নিজ হাতে পাঠশালা গড়েছেন। একবার চিন্তা করুন কতটা সৌভাগ্য হলে রাসূলের হাতে গড়া পাঠশালায় পড়া যায়? আমরা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল পড়ে কতটা গৌরব ফিল করি। কতটা গর্বের সুরে বলি আমি উমুক বিশ্ববিদ্যালয়ের গর্বিত ছাত্র। তাহলে যারা রাসূলের পাঠশালায় পড়েছেন তারা কতটা গর্বিত? জি হ্যাঁ সত্যি তারা গর্বিত। সবার সৌভাগ্য হয়নি সেখানে পড়ার। শুধু কেবল অল্প কিছু সোনার মানুষ হযরত আবু বকর, হযরত উসমান হযরত আলী, হযরত আরকাম সহ ৩৭-৩৮ জন ছাত্র ছিল সেই পাঠশালার।

কি পড়ানো হতো সেই পাঠশালায়?
———————————————-!! রাসূলের পাঠশালা যেমন উন্নত ছিল ঠিক তেমনি উন্নত ছিল সেই পাঠশালার সিলেবাস। সেই পাঠশালায় পড়ানো হতো কে আমাদের রব? কেন আমাদের সৃষ্টি করা হয়েছে? আমরা কোথা হতে এসেছি? আমরা কোথায় যাবো? চির সুখের জান্নাতে যেতে হলে কি পড়তে হবে, কি করতে হবে? জাহান্নাম থেকে বাঁচার উপায় কি ইত্যাদি পড়ানো হতো সেই পাঠশালায়।

কে পড়াতো সেই পাঠশালায়?
—————————————- আমরা যেমন বড় নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য গর্ব ফিল করি ঠিক তেমনি ভালো কোন শিক্ষকের কাছে পড়লেও আমরা গর্ববোধ করি। আমরা গৌরবের সুরে বলি আমি জাফর ইকবাল স্যারের ছাত্র, আমি হুমায়ন আহমেদের ছাত্র, আমি আসিফ নজরুল স্যারের ছাত্র, আমি প্রফেসর জামিলুর রেজা, আমি আনিসুজ্জামান, আমি অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়িদ স্যারের ছাত্র। কিন্তু রাসূলের পাঠশালার শিক্ষক এইসব দুই টাকার শিক্ষকের মতন ছিল না। রাসূলের পাঠশালার শিক্ষক ছিলেন স্বয়ং রাসূল সঃ। যার জ্ঞানের সীমা পরিসীমার কাছে দুনিয়ার কোন মানুষের তুলনা নেই। আমার রাসূল কে শিক্ষা দিতেন স্বয়ং আল্লাহ। রাসূলের কাছে সেই শিক্ষা নিয়ে আসতো স্বয়ং জিবরাইল আঃ। সুতরাং কতবড় সৌভাগ্য হলো রাসূলের ছাত্র হওয়া যায় একবার চিন্তা করুন।




Leave a Reply

Your email address will not be published.