সমাজের আলো : কক্সবাজারের উখিয়ায় সুমাইয়া আক্তার নামে চার বছরের এক শিশুকে পৈশাচিক নির্যাতন ও অত্যাচারের পর হত্যা করে দীর্ঘদিন পালিয়ে থাকা সৎ বাবা ও মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার দীর্ঘ চার মাস পর তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান।গ্রেপ্তারকৃতরা হলেন-নিহত সুমাইয়ার মা বুলবুল আক্তার (২৫) এবং সৎ বাবা নুরুল হক (৩৫)। তারা উখিয়ার ৩ নং হলদিয়াপালং ইউপির ১ নং ওয়ার্ডের পূর্ব মরিচ্যা কাঠালিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।এসপি মো. হাসানুজ্জামান জানান, নুরুল হক শিশুটির সৎ বাবা হলেও ছোট্ট সুমাইয়া তাকে আব্বু বলেই ডাকতো। উখিয়ায় ভাড়া বাসায় থাকাকালে আশপাশের কারো সঙ্গেই তাদের কোন সখ্যতা গড়ে উঠেনি।

জানা গেছে, প্রায় দুই মাস ওই কলোনিতে ভাড়া থাকা অবস্থায় ঘাতক নুরুল হক তার স্ত্রী বুলবুল আক্তারের সহযোগীতায় শিশুটিকে বিভিন্ন সময়ে অমানবিক নির্যাতন করেন। কখনো প্লাস্টিকের রশি দিয়ে ঘরের চালের তীরের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে, কখনো মাথায় আঘাত করে, কখনো গালে কামড় বসিয়ে আবার কখনো বা পেটে-পিঠে ঘুষি মেরে চলতে থাকে অমানবিক পৈশাচিক নির্যাতন। অসহনীয় ব্যথায় শিশুটির চিৎকারেও ঘাতক বাবা নুরুল হক কিংবা মা বুলবুল আক্তারের মন গলেনি।




Leave a Reply

Your email address will not be published.