শ্যামনগর প্রতিনিধি : গাবুরা জেলেখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করা করার সময় একটি কার্গো বালু কাটা ড্রেজার মেশিন সহ তিন জনকে আটক করে ভ্রাম্যমান আদালতে ১ লাখ জরিমানা করা হয়েছে।শুক্রবার দুপুরে শ্যামনগর গাবুরা জেলেখালী নদীর চরে বালু উত্তোলন করার সময় বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনর্চাজ খান শরিফুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে বালু কাটা ড্রেজার মেশিন ও কার্গো সহ তিন জন বালি উত্তোলনকারী কে আটক করে। আটক কৃতরা হলো (১) সোলাইমান সরদারের ছেলে বিলাল সরদার,(২) সাহাদাত ফকিরের ছেলে মেসলা ফকির (৩)শুকুর মোড়লের ছেল হাবিবুর, সর্ব সাং পাইকগাছা।শুক্রবার বিকালে মোঃ শহিদুল্লাহ সহকারী কমিশনার (ভূমি) শ্যামনগর এর ভ্রাম্মমান আদালত তাদের এক লাখ টাকা জরিমানা করে। জরিমানার টাকা দিতে না পারলে তিন জনকে ১মাস জেল ও বালি উত্তোলনকারী কার্গো নিলামে বিক্রি করা হবে বলে জানান সহকারী কমিশনার ভূমি। তবে আটককৃতদের সহ কার্গোর মালিক এক লাখ টাকা জরিমানা দিয়ে এ যাত্রায় রেহাই পায়।




Leave a Reply

Your email address will not be published.