সমাজের আলো ঃ চেতনানাশক ঔষুধ খেয়ে একই পরিবারের দুই শিশুসহ ৫ অসুস্থ হয়ে পড়েছে।

সোমবার রাতে শ্যামনগর উপজেলার ভেটখালী বাসস্ট্যান্ড সংলগ্ন প্রয়াত মাস্টার নুরুল ইসলাম ও আব্দুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
অসুস্থরা হলো, গৃহকত্রী সুমাইয়া ইয়াসমিন (৩০), তার দুই ছেলে সোয়াইত আল নিয়াম (৩) ও সোয়াইন আল হাবিব (১১), ভাই আরাফাত মান্নান অন্তু (২৫) এবং শ^াশুড়ী নুরজাহান বেগম (৮০)।

গৃহকর্তা আমিনুর রহমান টুলু জানান, রাতের খাবার না খেয়ে তিনি বাড়ির সন্নিকটস্থ চিংড়ি ঘেরে চলে যান। কিন্তু শরীর খারাপ অনুভব করাতে এক ঘণ্টার মধ্যে তিনি বাড়িতে ফিরে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান। পরিকল্পিতভাবে রাতের খাবারের সাথে দুস্কৃতিকারীরা বাড়িতে চুরির উদ্দেশ্যে চেতনানাশক ঔষধ মিশিয়ে দিয়ে থাকতে পারে বলে তিনি দাবি করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, এ ঘটনায় অদ্যাবধি কেউ কোন অভিযোগ করেনি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্তপূবর্ক ব্যবস্থা নেয়া হবে।




Leave a Reply

Your email address will not be published.