সমাজের আলো : শ‍্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নে ০৭নং ওয়ার্ডে মীরগাং গ্রামের জেলা পরিষদের মিষ্টি পানির দিঘির পাড়ে একটি শিশু ফুল গাছের জন্য পথচারী ও ব্যবসায়ীরা স্কুল কলেজের ছাএছাএীরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে।শ‍্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামের জেলাপরিষদের সরকারি দিঘির পাড়ের পাশে একটি শিশু ফুলগাছ দীর্ঘদিন যাবৎ ডালপালা শুকিয়ে বিপদ জনক অবস্থায় রয়েছে। যাত্রীবাহী বিভিন্ন পরিবহন ও পথচারী স্কুল কলেজের ছাএছাএী ব্যবসায়ীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। এই শিশু ফুল গাছটি অপসারণের জন্য স্থানীয় ব্যবসায়ী ও শ‍্যামনগর উপজেলার বিভিন্ন দপ্তরে বরাবর আবেদন করলেও কোন ফল মেলেনি বলে জানান । মীরগাংদিঘির পাড় দিয়ে দৈনিক শত শত মানুষএ রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে উপজেলা সদরে যাতায়াত করে। যেকোনো মুহূর্তে শিশু ফুল গাছ ভেঙে পড়ে জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতি হতে পারে বলে স্থানীয় ব্যবসায়ীরা আশংক্য করছে। ঝুঁকিপূর্ণ শিশু ফুল গাছটি দ্রুত অপসারণের জন্য উপজেলা প্রশাসনসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে স্থানীয় সচেতন মহল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *