রাকিবুল হাসান শ‍্যামনগরঃশ্যামনগরে ধর্মীয় নেতা ও পিস ক্লাব সদস্যদের মধ্যে আন্ত: মতাদর্শিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃক্ততা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় সোমবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সংলাপ অনুষ্ঠিত। বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে পিস কনসোর্টিয়াম বিডির সহযোগিতায় সংলাপ অনুষ্ঠানে ইমাম,পুরোহিত,শিক্ষক,ও পিস ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করে। উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো: আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সামজিক ব্যক্তিত্ব অধ্যক্ষ আশেক-এলাহী, ধর্মীয় নেতা আলেম মুফতি আব্দুল খালেক, পুরোহিত সভাপতি হরো চ্যাটার্জী,আদিবাসী মুন্ডা সংস্থার পরিচালক গোপাল মুন্ডা, ডা: শাহাজান সিরাজ, নুরনগর ইমাম সমিতির সভাপতি মাও: ফজলুর করিম, অধ্যাপক নির্মল কুমার মন্ডল প্রমুখ। সংলাপ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রজেক্ট রূপান্তর কর্মী মো: আ: হান্নান । উগ্রপন্থা প্রতিরোধে শ্যামনগর উপজেলার ১২ টি ইউনিয়নের পিস ক্লাব সদস্য এবং ধর্মীয় নেতৃবৃন্দ একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সংলাপ অনুষ্ঠানে ধর্মীয় নেতারা ও পিস ক্লাব সদস্যরা উগ্রপন্থা প্রতিরোধে কয়েকটি কর্মপরিকল্পনা নির্ধারণ করেছেন।




Leave a Reply

Your email address will not be published.