সমাজের আলো : বিজিবি’র অভিযানে ৪টি গরু, ৩১৪০ প্যাকেট পাতার বিড়ি, ২ নৌকাসহ ১ জন পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃতের নাম রোকন (২৩)। সে কয়ালপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

এ সময় পাচারকৃত ৮ জন উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩১ মে) ভোর সাড়ে ৪ টার দিকে শ্যামনগর উপজেলার কৈখালী আর বিজিবি ক্যাম্প সংলগ্ন ৫ নদীর মোহনায় উক্ত অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের কৈখালী আর বিজিবি’র হাবিলদার এনামুল হকের নেতৃত্বে একটি টহল দলের সদস্যরা ভোর সাড়ে ৪ টার দিকে অভিযান চালায়।

শ্যামনগর উপজেলার নীলডুমুর বিজিবি ১৭ ব্যাটালিয়নের কৈখালী আর বিজিবির কোম্পানি কমান্ডার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি’র সদস্যরা চোরকারবারি চক্রের একজনসহ ৪টি গরু, পাতার বিড়ি, নৌকা, পাচারকৃত ৮ জনকে আটক করেন। আটককৃত পাচারকারিদের শ্যামনগর থানায় সোপর্দ করা হয়।

আটককৃত গরু, বিড়ি, নৌকা কাস্টম বসন্তপুর পাঠানো হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮ হাজার ৫০০টাকা। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কার্জী ওয়াহিদ মুর্শেদ বলেন, বিজিবি বিভিন্ন এলাকার ৮ জন পাচারকারিকে থানা জমা দিয়েছে।




Leave a Reply

Your email address will not be published.