রবিউল ইসলাম:  গত ২০মে ঘূর্ণিঝড় আম্পানে দ্বীপ ইউনিয়ন গাবুরার নেবুবুনিয়া ওয়াফদা রাস্তাটি ভেঙ্গে প্লাবিত হয় গাবুরা ইউনিয়ন, সাবেক চেয়ারম্যান লেনিনের আহবানে হাজার হাজার মানুষের স্বেচ্ছা শ্রমে রিংবাধ দিতে সক্ষম হয় এলাকাবাসী। কিন্তু গত ২১ আগস্ট নদীর জোয়ার স্বাভাবিক থেকে বেশি হওয়ায় আবারও রিংবাধ ভেঙ্গে প্লাবিত হয় গাবুরা ইউনিয়ন। আবারও গাবুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জি এম শফিউল আযম লেনিনের ডাকে হাজার হাজার মানুষ সতস্ফুর্ত ভাবে একত্রিত হয়ে গাবুরা নেবুবুনিয়া রিংবাধ নির্মাণে ঝাঁপিয়ে পড়ে অবশেষে দীর্ঘ ৩/৪ দিন অক্লান্ত পরিশ্রমের বিনমিয়ে রিংবাধ সম্পূর্ণ হয়েছে। এ স্বেচ্ছা শ্রমে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রতিনিধি বৃন্দ, ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউ’পি সদস্য জি এম আবিয়ার রহমান, ইউ’পি সদস্য জি এম গোলাম মোস্তফা, ইউ’পি সদস্য মাষ্টার আব্দুর রহিম, ইউ’পি সদস্য খাঁন ফজলুল হক, জি এম ইমাম হোসেন (যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগ) সহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ, সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গাবুরার সকল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। লেনিন বলেন গাবুরাবাসী পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কে জানাই শুভেচ্ছা, প্রতিটি দূর্যোগে তিনি আমাদের পাশে থেকে সাহস দিয়েছেন, তিনি আরও বলেন বাংলাদেশ আওয়ামী লীগ সকল দূর্যোগ দূর্বিপাকে মানুষের পাশে ছিল। আওয়ামী লীগ ও দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার একজন সাধারণ কর্মী হয়ে অসহায় উপকূলীয় এলাকাবাসীর পাশে আমি আমৃত্যু থাকবো। তিনি ধন্যবাদ জানান সাতক্ষীরা জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব এস এম মোস্তফা কামাল মহোদয় কে। পরিশেষে তিনি বলেন এই রিংবাধ সাময়িক সময়ের জন্য গাবুরাবাসী কে পানি মুক্ত করলেও খুব দ্রুত টেকশই বেড়িবাঁধের কাজ শুরু না করলে গাবুরাবাসী আবারও পুনরায় প্লাবিত হওয়ায়র ঝুঁকি মুক্ত হতে পারে না ” গাবুরাবাসীর একটাই দাবি টেকশই বেড়িবাঁধ চাই” আমরা আর নদীর পানিতে ভাসতে চাই না।।




Leave a Reply

Your email address will not be published.