সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।৬ ই মার্চ (সোমবার) বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলা পরিষদের হল রুমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠান এবং কেক কাটা হয়।

শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ওসমানী গনি, শ্যানগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা শাহানা হমিদ,,
শ্যামনগর, অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, নকিপুর সরকারি এইচ সি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্র নাথ বিশ্বাস,
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, নকিপুর সরকারি এইচ সি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মুহাম্মাদ আব্দুল মান্নান, নকিপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি, উপজেলা অনলাইন নিউজক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন সহ শ্যামনগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।
প্রধান অতিথির বক্তব্যে জগলুল হায়দার এমপি বলেন-” বর্তমান সরকার শিক্ষা বন্ধাব সরকার, শেখ হাসিনা সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন হয়। স্বাধীনতা শিক্ষক পরিষদের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই স্বাধীনতার মাসে আমি একটাই বার্তা আপনাদের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ সর্বস্তরে পৌছায়ে দিতে চাই স্মার্ট বাংলাদেশ বির্নিমানের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কের দুর্বার গতিতে এগিয়ে চলেছে।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ৫ম বারের মত বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার জন্য আপনারা সবাই নৌকার পক্ষে জনমত গড়ে তুলবেন।
শেখ হাসিনার হাতে থাকলে দেশ
পথ হারাবে না বাংলাদেশ।




Leave a Reply

Your email address will not be published.