সাতক্ষীরা সদরের তুজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ” হাসিমুখ” উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সেঞ্চুরী সাতক্ষীরার উদ্যোগে সোমবার ০৬মার্চ বেলা ১২টায় তুজলপুর ”হাসিমুখ” এর উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিদ্যালয় পরিচালনা দায়িত্বে থাকা তহমেনা আক্তার’র সভাপতিত্বে শিশু শিক্ষার্থীদের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইয়ারব হোসেন, প্রধান শিক্ষক মৌলুদা খাতুন, ইউপি সদস্য শরিফুল ইসলাম, তুজলপুর কৃষক ক্লাবের সাধারন সম্পাদক গোলাম রহমান, সহকারি শিক্ষক ছাবেরা খাতুন, পাপিয়া খাতুন, ইয়াছমিন খাতুন, হাফিজুল ইসলাম, ম‍্যানেজিং কমিটির সদস্য এছানুল হক, খাইরুল ইসলাম।

উপহার সামগ্রী বিতরণকালে মৌলুদা খাতুন বলেন, ‘হাসিমুখের এ ধরনের উপহার মাদ্রাসা শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ প্রদান করবে। তারা উপহার সামগ্রী পেয়ে খুব খুশি হয়েছে। আমরা চাই প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে হাসিমুখের এ ধরনের কার্য্ক্রম চলমান থাকুক।’

হাসিমুখের ফেরিওয়ালা শেখ এজাজ আহমেদ স্বপন জানান ‘সকলের মুখে হাসি ফোটাতে এ ধরণের কার্য্ক্রম সারা বছর অব্যাহত থাকবে।’ হাসিমুখের পক্ষ ‍থেকে বিদ্যালয়ে সকল স্টাফ সহ শিক্ষার্থীদের মাঝে ১৭০ টি উপহার প্রদান করা হয়।




Leave a Reply

Your email address will not be published.