সমাজের আলো : শ্যামনগরে ৫ ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৩ টি ইউনিয়নের মধ্যে আওয়ামীলীগ ৩ টিতে নৌকার প্রার্থী জয়ী হয়েছে।মোট ৩টি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলেছে।নব নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হলেন শ্যামনগর উপজেলার ৩ নং শ্যামনগর সদর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নৌকার প্রার্থী এ‍্যাডঃ জহুরুল হায়দার বাবু ৮৪২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি আনারস প্রতিকের প্রার্থী শেখ লিয়াকত আলি বাবু পেয়েছেন ৭৮৬৩ ভোট।,

ভ্রুলিয়া ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থী জাফরুল আলম বাবু নৌকা প্রতিকের ৬৫৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দি চশমা প্রতিকের প্রার্থী মাওলানা ফারুখ হোসাইন পেয়েছেন ২৩৪৩ ভোট। ইশ্বরিপুর নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান এ‍্যাডঃ শোকর আলী ১০৫৩৫ভোট পেয়ে বিজয়ী হয়েছেন , তার নিকটতম প্রতিদন্দি প্রার্থী জি এম সাদেকুর রহমান সাদেম আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ১০২৪৬ ভোট ।বেসরকারী ভাবে ফলাফলে এসব তথ্য নিশ্চিত করেছেন শ্যামনগর উপজেলা নির্বাচন কমিশনার রবিউল ইসলাম শ্যামনগর।এর আগে উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম জানান, পঞ্চম ধাপে উপজেলায় ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোট কেন্দ্র ৩১টি, ভোট কক্ষের সংখ্যা ১৮৯ টি। ৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭০৫৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৫৫৯৮ জন ও মহিলা ভোটার ৩৪৯৮৪ জন। ইউনিয়ন অনুযায়ী ভোটার সংখ্যা ভূরুলিয়া মোট ভোটার ১৭৬৫৯ জন । এর মধ্যে পুরুষ ভোটার ৮৯১৪ জন ও মহিলা ভোটার ৮৭৪৫ জন। শ্যামনগর ইউনিয়নে মোট ভোটার ২৪৭৬১ জন। পুরুষ ভোটার ১২৩৬৯ জন ও মহিলা ভোটার ১২৩৯২ জন। ঈশ্বরীপুর ইউপির মোট ভোটার ২৮১৬২ জন। পুরুষ ১৪৩১৫ জন ও মহিলা ১৩৮৪৭ জন।




Leave a Reply

Your email address will not be published.