রবিউল ইসলামঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা খেয়াঘাট নির্মানে ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। আশাশুনি হিজলিয়া, প্রতাপ নগর, কাশিমাড়ী খোলপাটুয়া নদীর ঘোলার তিন মোহনায় প্রায় ১০ লক্ষ টাকা ব্যায়ে তৈরি হচ্ছে ঘোলা খেয়াঘাট। কিন্তু কাজের শুরুতেই শুরু হয়েছে অনিয়ম এমন অভিযোগ করেন এলাকাবাসী। তারা বলেন, কাজে শুরতেই থাকার কথা ছিলো ১ ফিট বালি ফিলিং, ইটের সলিং, সিসি ঢালাই তারপর বেজ ঢালাই কিন্তু ঠিকাদার বালি ফিলিং ও ইটের সলিং না দিয়ে সিসি ও বেজ ঢালাই দিয়ে দায় সারা কাজ করছে। এলাকাবাসী আরও বলেন, বালি ফিলিং ও ইটের সলিং না দেয়ার কারণ অল্পদিনে নদী গর্ভে বিলিন হয়ে যাবে খেয়াঘাট টি। এমন অনিয়মের বিষয়ে ঠিকাদার নাজমুল রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, নদীতে বালি থাকায় আমরা বালি ফিলিং করিনি, আর ইটের সলিং এর পরিবর্তে সিসি ও বেজ বেশি করে দিয়েছি। শ্যামনগর উপজেলা ইঞ্জিনিয়ার শামীম আহম্মেদ কাছে এই দুর্নীতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বালি ফিলিং, ইটের সলিং, সিসি ও ঢালাই সব ঠিক আছে। তখন তার কাছে প্রশ্ন করা হয়? আপনি ও ঠিকাদার দুই জন তো দুই রকম কথা বলছেন? আপনি বলছেন সব ঠিক আছে আর ও দিকে ঠিকাদার বলছে, বালি ফিলিং ও ইটের সলিং করা হয়নি সিসি বেশি করে দিয়েছি। তখন ইঞ্জিনিয়ার শামীম আহম্মেদ বলেন, আমি আর দায়িত্বে নেই। এর পর জিজ্ঞাস করা হয়, আপনি দায়িত্বে নেই, তাহলে কাজ চলছে কি করে? যদি ইঞ্জিনিয়ার না থাকে তাহলে কাজ হচ্ছে কি করে? তখন তিনি বলেন আমি দেখছি বলে কল কেটে দেন।




Leave a Reply

Your email address will not be published.