যশোর প্রতিনিধি : তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্মসম্পাদক হাছান মাহমুদ বলেছেন,সাংবাদিকদের অধিকার ও মর্যদা সুরক্ষায় নিরলসভাবে কাজ করছে সরকার। তিনি বলেন, খুব শিগরই সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন এবং সম্প্রচার নীতিমালা বাস্তবায়নের চুড়ান্ত প্রস্তাবনা কেবিনেটে পাঠানো হবে। মন্ত্রী বলেন, করোনাকালীন সময়ে বেকার ও চাকরি চ্যুত সাংবাদিকদের সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাতে যশোর বিমান বন্দরে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আলাপ কালে তিনি এসব কথা বলেন। এসময় বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন,জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান,পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার,যশোর প্রেসক্লাবের সহ-সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু,সম্পাদক তৌহিদুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মনোতোষ বসু,যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী বিমান বন্দরে পৌছুলে তাকে আওয়ামী লীগ, যশোর সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে অভিবাধন জানানো হয়।




Leave a Reply

Your email address will not be published.