সমাজের আলো : শুক্রবার বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন হয়েছে কঠোর বিধিনিষেধ। করোনার তৃতীয় ঢেউ আক্রান্তের ব্যাপকতা ছড়ানোয় সাধারণ মানুষের চলাচলে আরোপ করা হয়েছে নানা নিষেধাজ্ঞা। তবে এর মধ্যেই মাঠে গড়িয়েছে অষ্টম বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০। অনেক কিছু বন্ধ ঘোষণা করা হলেও ৬ দলের ২৭ দিনে মোট ৩৪ ম্যাচ আয়োজনের এ আসর নিয়ে কোন নির্দেশনা নেই। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন উদ্বোধনী ম্যাচে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ৪ উইকেটে হারিয়ে দেয় মেহেদি হাসান মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। বিপিএলে ইতোমধ্যে সৌম্য সরকার, রিশাদ হোসেন, নুরুল হাসান সোহান, মুনিম শাহরিয়ারসহ প্রায় ১০/১২ জন ক্রিকেটার ও কর্মকর্তা এবং আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১২ কর্মচারী-কর্মকর্তা করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গেলেও পুরো আসর শেষ করতে আশাবাদী বিসিবি। তাই দর্শকশূন্য মাঠেই খেলা চলছে। যদিও বিসিবির আমন্ত্রিত অনেক অতিথিকেই ভিআইপি গ্যালারি ও গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করতে দেখা গেছে। আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউ করার জন্য ডিআরএস না থাকলেও প্রথম দিন সেটার প্রভাব পড়েনি।




Leave a Reply

Your email address will not be published.