সমাজের আলো : সাতক্ষীরার দেবনগরে মেঝ ভাই সন্ত্রাসী ইদ্রিস আলীর
হাত থেকে নিজ সম্পত্তি রক্ষাসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের
দাবীতে অপর ভাইয়ের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে
সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের
আয়োজন করেন, সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামের মৃত শওকত আলীর
পুত্র ভুক্তভোগী জুলফিকার আলী।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমরা ৫ পাঁচ ভাই ও এক বোন। আমার পিতা ২০১০
সালে মারা যাওয়ার পূর্বে তিনি উপলদ্ধি করেছিলেন যে, আমার ভাইদের মধ্যে
মেঝ ভাই কৃষক ইদ্রিস আলীর আচরন অশালীন। এ কারনে আমার পিতা ১৯৮৯ সালে মূল
ভিটা থেকে অন্যাত্র এসে ১৭৫১ দাগে মাঠের জমিতে বসত ভিটা তৈরি করেন।
সেখানে আমি, আমার বড় ভাই কওছার আলী, ছোট ভাই এবং পিতাসহ একসাথে বসবাস
করিতে থাকি। এরপর ২০০০ সালের বন্যায় আমার বসত বাড়ি কাঁচা থাকায় ঘর ভেঙ্গে
নষ্ট হয়ে যায়। পরবর্তীতে আমার ও পিতার টাকা দিয়ে একটি ইটের তৈরি ঘর
নির্মাণ করি। সেখানে আমরা বসবাস করতাম। কিন্তু পরবর্তীতে বাইপাস সড়ক
নির্মাণ হওয়ার পর আমার মেঝ ভাইয়ের নজরে পড়ে আমার বসবাসের স্থানটি। যেহেতু
উক্ত ভিটা রাস্তা সংলগ্ন ছিল। এরই জের ধরে ২০২১ সালের এপ্রিল মাসে আচমকা
রাত ১০ টার দিকে বদরুজ্জামান ডালিম, মেঝ ভাই ইদ্রিস আলী ও স্ত্রী ডলি
আমার ঘরে প্রবেশ করে আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে ও স্ত্রীর গলার
চেইন ছিড়ে নিয়ে যায় এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করে আমাকে এখানে বাস করতে
দেবে না বলে হুমকি দেয়। এমতাবস্থায় আমি এলাকার মেম্বর আসাদুজ্জামান এবং
ইউপি চেয়ারম্যান আব্দুল আলীমকে বিষয়টি অবহিত করলে তারা কথা বলেও ব্যর্থ
হন। পরবর্তীতে আমি উক্ত বিষয়টি সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের
করি, যার নং-৬৫৫, তারিখ ১২-০৫-২০২১। কিন্তু অজানা কারণে থানা থেকেও আমাকে
সঠিক সহায়তা প্রদান করা হয় নাই। কেসের দায়িত্বে থাকা এস আই মেহেদি সঠিক
দায়িত্ব পালন না করে অপর পক্ষের নিকট থেকে মোটা অংকের টাকারন নিয়ে
সম্পূর্ণ ভূয়া রিপোর্ট তৈরি আমাকে এই বিপদের মুখে ফেলে দেন। এসআই মেহেদীর
এই ভূয়া রিপোর্টের কারণে জবরদখল কারী ইদ্রিস আলী গংরা আরও বেশি সুযোগ
পায়। এরপর আমি থানায় আরও দুটি সাধারন ডায়েরী করি। সর্বশেষ অভিযোগের
প্রেক্ষিতে এস আই ওসমান উভয় পক্ষের বসাবসির এক পর্যায়ে ইদ্রিস আলী বলেন,
আপনি যেভাবে ভাগ করে দিবেন আমি সেইভাবে ভাগ মেনে নিব। কিন্তু ভাগ করার
সময় ইদ্রিস আলী আমিন সাহেবকে দা দিয়ে খুন করতে উদ্যত হন। তখন তারা মাপ
ছেড়ে চলে যান। প্রকৃত পক্ষে আমার ভাই ইদ্রিস আলী সব কিছু দখলে নিয়ে আমাকে
ভিটে ছাড়া করতে চাই। সে একজন ভূমিদস্যু এবং সন্ত্রাসী। তার ভয়ে এলাকার
কোন মানুষ কথা বলতে সাহস পায়না। একপর্যায়ে তার দৌরাত্ব থেকে বাঁচার জন্য
আমি কোর্টে কেস করি। আমার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত উক্ত জমির উপর
নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত ১৬
এপ্রিল ২০২২ তারিখ শনিবার আমি কর্মস্থল খুলনা থাকায় এবং আমার ফ্যামিলিও
বাড়িতে না থাকার সুযোগে রাতে ঘরের চালের টালি খুলে এবং মাঝের দেওয়াল
ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে মালামাল লুট, ভাংচুর, তছনছ এবং নগদ টাকা,
স্বর্ণালংকার এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। এরপর ১৮ এপ্রিল ঘরের তালা
ভাঙে এবং বেড়া দেয়। পরে লোকজন দেখতে পেয়ে আমাকে জানালে আমি বাড়িতে এসে
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জকে অবহিত করলে তিনি ফোর্স পাঠিয়ে দিলে
তারা দেখেন যে, বাড়ির প্রবেশের পথ সম্পূর্ণ বন্ধ। তখন সদর থানা পুলিশ
কর্তৃক বাড়ির যাতায়াতের পথ উন্মুক্ত করে দিলে পুলিশসহ আমরা বাড়িতে প্রবেশ
করি। তখন বাড়িতে ঢুকে পুলিশ এবং আমরা দেখতে পাই যে, ঘরের মধ্যে সকল জিনিস
পত্র তছনছ এবং ভাংচুর করা ও মাঝের দেওয়ার ভাঙ্গা এক কথায় সবকিছু এলোমেলা।
এমতাবস্থায় আমি আমার পরিবার নিয়ে সম্পূর্ণ জীবনের নিরাপত্তা হীনতায়
ভুগিতেছি। ইদ্রিস আলী এবং তার দোসররা যে কোন সময় আমার ও আমার পরিবারের
উপর হামলা করতে পারে। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় যাতে তার সন্ত্রাসী
ভাইয়ের হাত থেকে নিজ সম্পত্তি রক্ষাসহ পরিবার নিয়ে বসত বাড়িতে নির্বিঘেœ
বসবাস করতে পারেন সে জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য
মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ভূমিমন্ত্রীসহ প্রশাসনের
উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published.