সমাজের আলো : মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসনের দিক নির্দেশনায় সদর উপজেলার ৯ নং ব্রক্ষরাজপুর ইউনিয়নে কর্মহীন সাধারণ মানুষ, চা বিক্রেতা, ভ্যানচালক, ক্ষদ্র ব্যবসায়ীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু এর উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম নেতৃত্বে ইউনিয়নের ৪ টি ওয়ার্ডের ক্ষুদ্র চায়ের দোকানদার, পানের দোকানদার সহ মোট ২৫০ জনের মাঝে নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়। অর্থ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার ভুধর চন্দ্র সানা (ট্যাগ অপসার), মোছাঃ কহিনুর ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, ব্রক্ষরাজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য- এস এম রেজাউল ইসলাম, ২ নং ওয়ার্ড সদস্য- নুর ইসলাম মগরেব, ৩ নং ওয়ার্ড সদস্য- মতিয়ার রহমান, ৪ নং ওয়ার্ড সদস্য – কালীদাষ রায়, সাংবাদিক এম ইদ্রিস আলী সহ ইউপি সচিব,উদ্দোক্তা ও গ্রাম পুলিশ। এসময় করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা, সামাজিক দূরত্ব, স্বাস্থাবিধি মেনে চলা, জনসমাগম না করা, মুখে মাস্ক পরিধান করা ও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার দিক নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।




Leave a Reply

Your email address will not be published.