সমাজের আলো : হঠাৎ সেন্ট্রাল অক্সিজেন ফুরিয়ে যাওয়ায় অক্সিজেন সংকটে ৮ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার রা রাত ৯ টার দিকে কয়েক ৩০ মিনিটের ব্যাবধানে আইসিইউ ও সিসিইইউতে ভর্তি রোগীর মৃত্যু হয় ।সেন্ট্রাল অক্সিজেন শেষ শেষ হয়ে যেতে পারে এমন তদারকি ছিল না। বিকল্প অক্সিজেন ব্যাবস্থা ছিল না ।মেডিকেল কলেজ হাসপাতালের চরম অবহেলার কারনে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয় । ৮ জনের মৃত্যুর দায় কার ।কেন এমন হলো ।তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।রোগির স্বজদের করুন আহাজারিতে মেডিকেল কলেজ হাসপাতাল কিছু সময়ের জন্য ভারি হয়ে ওঠে। সেন্ট্রাল অক্সিজেন ডিপোতে অক্সিজেন ফুরিয়ে যাচেছ সেটি কেন কর্তৃপক্ষের নিকট তথ্য ছিল না । তা নিয়ে অভিযোগ উঠেছে।মৃত্যুবরণকারীরা হলেন-আইসিইউ ইউনিটের করোনা পজেটিভ রোগী কালিগঞ্জের ভাড়াশিমলা এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে আকরাম হোসেন খান (৬৩), সিসিইউ ইউনিটের মারা যায় শহরের ইটাগাছা এলাকার মফিজুল ইসলামের স্ত্রী খাইরুন্নেছা (৪০), শহরের কুকরালী আমতলা এলাকার মনিরুজ্জামানের স্ত্রী করোনা আক্রান্ত নাজমা খাতুন, শ্যামনগরের সোনাখালি এলাকার কাশেম গাজীর ছেলে আশরাফ হোসেন, সাধারণ ওয়ার্ডের সন্ধ্যা ৭টার পর মারা যায় শ্রীউলা ইউনিয়নের বক্সার গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম পারভেজ (৫৪), কালিগঞ্জের জগন্নাথপুর এলাকার সৈয়দ আলি পাড়ের ছেলে আবু জাফর মো: শফিউল আলম তুহিন, আশাশুনির নৈকাটি এলাকর বেনু গাজির ছেলে আব্দুল হামিদ (৭৫)। এক জনের ঠিকানা জানা সমাভব সম্ভব হয়নি ।




Leave a Reply

Your email address will not be published.