সমাজের আলো : জেলা সাতক্ষীরায় করোনা হাসপাতালে করোনা রোগীর ঠাই হচেছ না ।প্রতিদিন নমুনা পরিক্ষার সাথে সাথে আক্তারের সংখ্য বেড়ে চলেছে ।সাতক্ষীরার জেলা করোনা কমিটি আগে থেকে করোনা রোগীর জন্য আলাদা ব্যাবস্থা গ্রহন না করায় সমস্যা দেখা দিয়েছে ।বুধবার ও বৃহস্পতিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে ১১১জনের । ১১১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে । একই দিনে জেলায় করোনায় আক্রান্তে দুই জন ও উপসর্গে মৃত্যু হয়েছে আরো ৪ জনের। মোট ৬ জনের মৃত্যু হয়েছে ।বুধবার থেকে বৃহস্পতিবার করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।মারা গেছেন সাতক্ষীরার উপজেলার গয়েশপুর গ্রামের রুহুল কদ্দুস (৫৫), পরানদাহ গ্রামের রূপবান বিবি (৫৫), আমতলা গ্রামের রিজিয়া খাতুন (৩৫) ও সাতক্ষীরা শহরেরর মুন্সিপাড়া এলাকার কামরুজ্জামান (৬৪)।করোনা আক্রান্তে মৃত্যু হয়েছে দুই জনের এরা হলেন, কলারোয়া উপজেলার চার মাসের অন্তঃসত্ত্বা নারী বিলকিস খাতুন (২৮) ও শ্যামনগরের বিধান চন্দ্র মন্ডল (৩৭) নামের এক দিনমজুরের।উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের গৌরিপুর গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়,গত কয়েক দিন সে জ্বর ও শাসকষ্টে ভুগছিল, তার অবস্থার অবনতি হওয়ায় বুধবার সকালে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার দেখভালের মানুষ না থাকায় চিকিৎসাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে রাতে তার স্বজনরা বাড়িতে ফিরে আসে, বৃহসপতিবার দুপুরে তীব্র শাসকষ্ট শুরু হলে বিকালের দিকে তার মৃত্যু হয়।সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা জানান, রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালের ১২০শয্যা করোনা ইউনিটের বতর্মানে ১২০ রোগী ভর্তি রয়েছে। শয্যাসংখ্যা বৃহস্পতিবার বাড়িয়ে ১৩৫ করা হয়েছে।সংক্রামন বৃদ্ধি হতে থাকায় বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্সুয়াল সভায় সাতক্ষীরা ঘোষিত লকডাউন ১৭ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে ।




Leave a Reply

Your email address will not be published.