সমাজের আলো : উপজেলার শিবনগরে পূর্ব শত্রুতার জেরধরে একটি মৎস্য ঘেরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ১৯ এপ্রিল মঙ্গলবার রাতে কোন এক সময় ওই মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করা হলে বুধবার সকালে রুই,কাতলা, সিলভারসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে বলে জানিয়েছে ষের মালিক। সাতক্ষীরা সদর উপজেলার শিব নগরের মোঃ রবিউল ইসলামের ছেলে ঘের মালিক রাকিব হাসান রনি জানান, আমার ৫ বিঘা মৎস্য ঘেরে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির ১০ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে। সদর উপজেলার রাজনগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে মিন্টু, একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মনিরুল ইসলাম, মো.কামরুল ইসলামের ছেলে আজহারুল ইসলাম মঙ্গলবার রাতে এবিষ প্রয়োগ করেছে বলেও অভিযোগ করেন তিনি। ঘের মালিক রাকিব হাসান রনি আরো জানান,কয়েকদিন আগে তার ঘেরের সেচের মটর চুরি করার কারণে প্রতিবাদ কারায় তাঁরা এই ঘটনা ঘটিয়েছে। এর আগেও তাঁরা এলাকায় বিভিন্ন ঘেরে মাছ চুরি ও বিষ প্রয়োগের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক হাসানু রহমান জানান , মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করার ঘটনায় দুই জনকে প্রাথমিক জিজ্ঞেসা জন্য থানায় আনা হয়েছে। মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে ও জানান তিনি।




Leave a Reply

Your email address will not be published.