নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্তের এক পাশ দিয়ে ভারতীয় সীমান্ত ও অন্য পাশে সুন্দরবন। এ ইউনিয়নে রয়েছে সাড়ে ১৪ কিলোমিটার সীমান্ত এলাকা। যে কারণে প্রতিনিয়ত নদী পার হয়ে ভারত থেকে আসছে মাদকসহ বিভিন্ন অবৈধ মামামাল। এ অবৈধ মালামাল পারাপারের জন্য গড়ে উঠেছে পাচারচক্র। মাঝে মধ্যে এসকল পাচারকারীরা প্রশাসনের হাতে আটক হলেও অধিকাংশ সময় থাকে ধরা ছোয়ার বাইরে।আইনের ফাঁকফোকড় দিয়ে বের হয়ে থাকে পাচারকারীরা। এছাড়া কৈখালী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে মাদক, গরু, ছাগল, পাতার বিড়ি, রেণু পোনাসহ বিভিন্ন মালামাল পাচার হচ্ছে বলে স্থানীয়দের দাবি। পাচারের রুট হিসেবে ব্যবহার করে থাকেন কৈখালী ব্রিজ, পরানপুরের রাস্তা ভেড়ার মোড়, টেংরাখালি, গোলাখালী ও রমজাননগর।গভীর রাতে পাচার সিন্ডিকেটের সদস্যরা প্রেইভেটকার, মোটরসাইকেল যোগে জেলার বিভিন্ন এলাকায় পৌঁছে দিয়ে থাকে মাদক। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, হাবিবুর মল্লিক, হাবিবুর (২), জুব্বার গাজী, আব্দুল লতিফ, মামুন কয়াল, আজিজুল ইসলাম, আরজখান, মোস্তফা সরদার, মোহাম্মদ আলী গাজী, হাফিজুর গাজী, মোবারক গাজী আমাদের সামনে দিয়ে প্রতিনিয়ত নৌকায় করে মাদকসহ অবৈধ মালামাল পাচার করে। সীমান্ত এলাকা থেকে যে পরিমান মাদক পাচার হয় তা যদি বন্ধ না হয় তাহলে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। আমাদের ছেলেরা দিন দিন মাদকের সাথে জড়িয়ে পড়ছে। তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, সাতক্ষীরার ৮০ ভাগ মাদক আমাদের এই কৈখালী ইউনিয়ন সীমান্ত দিয়ে পার হয়ে থাকে। এছাড়া অবৈধ পথে গরু, ছাগল, পাতার বিড়ি, রেণু পোনাসহ মানব পাচার করে থাকে। সাড়ে ১৪ কিলোমিটার সীমান্ত এলাকায় প্রশাসনিক ব্যবস্থা খুবই নাজুক। সে কারণে মাদক ও চরাচালান বন্ধ করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, মাদকের বিরুদ্ধে সব সময় জিরো টলারেন্স নীতি অবলম্বন করে কাজ করছি। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা মাদকমুক্ত সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।




Leave a Reply

Your email address will not be published.