সমাজের আলো : সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর জি সি মাধ‍্যমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমের বিরুদ্ধে নানাধিক অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষক আবুল কাশেমের বিরুদ্ধে জীবন দাতা সদস্য সাংবাদিক ইয়ারব হোসেন জেলা মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
আবুল কাশেম যোগদানের পর থেকে বিদ‍্যালয়টি দলীয় করন করেছেন। জামাত সমর্থক এক প্রধান শিক্ষক আবুল কাশেম ও সাবেক সভাপতি আলী হোসেন মিলে আট লাখ টাকা নিয়োগের টাকা লুটপাট করেছে। ২০১৮ সালের ২৮-৩- ২০১৮ সালে ভোট হয়েছে। তার চারজন সদস্য এক কালিন দাতা সদস্য হওয়ার জন‍্য টাকা জমা দেন ২০১৭ সালে। সেই কমিটির মেয়াদ শেষ হয়েছে। আর কোন ভোট হয়নি। গত আড়াই বছর ধরে তার লোক দিয়ে এডউক কমিটি দিয়ে বিদ‍্যালয় পরিচালনা করছে। প্রধান শিক্ষক আবুল কাশেমের এম এ পাশের জল সনদ। আড়াই বছরে জীবন দাতা সদস্য ইয়ারব হোসেনকে কমিটিতে রাখা হয়নি।
পর্ব ১




Leave a Reply

Your email address will not be published.