রবিউল ইসলাম সনাতন ধর্মাবলম্বীরা ছাড়া এবার অন্য কেউ সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী রাস মেলায় অংশ নিতে পারবেন না। এছাড়া দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর নভেম্বরের শুরুতেই পর্যটকদের জন্য সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে। যদিও এ সংক্রান্ত কোন লিখিত নির্দেশনা এখনো সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়ে এসে পৌঁছায়নি। তবে, দুই একের ভিতর নির্দেশনা চলে আসতে পারে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটির (কো-ম্যানেজমেন্ট কমিটি-সিএমসি) সভায় এসব তথ্য জানানো হয়েছে। সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী সিএমসি কার্যায়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান, সিএমসির সহ সভাপতি মাহাতাব উদ্দিন, বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ, আব্দুর রশিদ প্রমূখ। সভায় সহকারী বন সংরক্ষক এমএ হাসান বলেন, সুন্দরবন রক্ষার্থে সিএমসিকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে। সুন্দরবনে অবৈধভাবে কোন মানুষ যাতে প্রবেশ করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। সংসদীয় কমিটির সভার বরাত দিয়ে তিনি বলেন, সম্প্রতি সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সনাতন ধর্মাবলম্বীরা ছাড়া এবার অন্য কেউ সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী রাস মেলায় অংশ নিতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে নভেম্বরের শুরুতেই পর্যটক পাস চালুর সিদ্ধান্ত হয়েছে বলে আমরা জেনেছি। কিন্তু এখনো কোন লিখিত নির্দেশনা আসেনি। প্রসঙ্গত, রাস মেলাকে ঘিরে প্রতিবছর সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে পূণ্যার্থীসহ হাজার হাজার মানুষের মিলন মেলা বসে। ঘূর্ণিঝড় পূর্বভাসের কারণে ২০১৯ সাল থেকে এই মিলন মেলায় ছেদ পড়ে। এবারও করোনার কারণে হয়তো বসবে না সেই মিলন মেলা।




Leave a Reply

Your email address will not be published.