শাহিনুর রহমান, সিনিয়র ষ্টাপ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলার কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ আলহাজ্ব মীর খায়রুল কবীর স্যারের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন সীমান্ত রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ। সৌজন্যে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন, ০৫ নং কেঁড়াগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম আফজাল হোসেন হাবিল, কেরালকাতা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান স.ম ভিপি মোর্শেদ। সাক্ষাতকালে অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর বলেন, “কলারোয়া থানায় বর্তমানে সব থেকে বড় সমস্যা মাদক। এই মাদককে সমাজ থেকে উৎখাত করতে হবে। পুলিশের সাথে সাংবাদিকদেরও মাদক ব্যবসা নির্মূলে ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, “ আমার জীবনে কখনও মাদক ও দূর্ণীতিকে প্রশ্রয় দেয় নি, ভবিষ্যতেও মাদক ও দূর্ণীতিকে প্রশ্রয় দিবো না।তবে যদি কোনো মাদক ব্যবসায়ী বা মাদকাসক্ত ব্যক্তি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান তাহলে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে সবধরনের সহায়তা করা হবে “। কেঁড়াগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল বলেন, “সমাজ বিধ্বংশি এই মাদকের ভয়বহতা সম্পর্কে যুব সমাজকে সচেতন করতে আমরা সবধরনের উদ্যোগ গ্রহণ করবো।” উক্ত সৌজন্য স্বাক্ষাতে আরও উপস্থিত ছিলেন- সীমান্ত রিপোর্টার্স ক্লাবের সভাপতি মেহেদী নেওয়াজ সোহাগ, সিনিয়র সহ-সভাপতি মাষ্টার শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা মিঠু ও  সাঈদুজ্জামান সাঈদ, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান (জুনিঃ), প্রচার সম্পাদক আব্দুস সামাদ, সদস্য আমিরুল ইসলাম ও শাহিন আলম। মীর খায়রুল কবীর কলারোয়া থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করায় সীমান্ত রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে হাজারো লাল গোলাপ শুভেচ্ছা।




Leave a Reply

Your email address will not be published.