সমাজের আলো : সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে অবৈধভাবে নদীতে মাছ ধরার সময় ৪ জেলেকে আটক করেছে স্মার্ট প্যাট্টল টিমের সদস্যরা। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে স্মাট প্যাট্টল টিমের দলপতি কাঠেশ্বর বন টহল ফাড়ির ওসি ইফতেখার রাজির নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে কাঠেশ্বর এলাকা থেকে জেলেদের আটক করে।

এসময় জেলেদের ব্যবহৃত ২টি নৌকা, ব্যবহার নিষিদ্ধ কারেন জালসহ আনুসাঙ্গিক মালামাল জব্দ করে আভিযানিক দল। আটক জেলেরা সুন্দরবনে প্রবেশের জন্য কোন বৈধ পাস (বিএলসি) দেখাতে পারেনি।

আটক জেলেরা হলেন- গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মোঃ ছাত্তার খার পুত্র মোঃ মমিনুর রহমার, মোঃ শাহিনুর রহমান ও আমিনুর রহমান এবং চাঁদনীমুখা গ্রামের রুহুল আমিন শেখের পুত্র মোঃ ছাত্তার আলী।সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।




Leave a Reply

Your email address will not be published.