সমাজের আলো : পরিবার, সমাজ ও লেখাপড়া ছেড়ে স্বামীর সঙ্গে জঙ্গিবাদে জড়িয়েছিলেন আবিদা জান্নাত আসমা। জঙ্গি তৎপরতায় জড়িয়ে দীর্ঘ কয়েক বছর ফেরারি জীবনযাপন করতে হয়েছে তাকে। তবে শেষ পর্যন্ত উগ্রবাদী সেই পথ থেকে ফিরে আসতে পেরেছেন তিনি। তার উপলব্ধি— ধর্মের অপব্যাখ্যা দিয়ে তাকে ‘ভুল’ বোঝানো হয়েছিল। শেষ পর্যন্ত সেই ‘ভুল’ তার ভেঙেছে। তাই ‘ভুল পথ’ থেকে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন তিনি। আর এরপর স্বামীর প্রতি আসমার আকুতি— ‘তুমিও ফিরে এসো।’ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সদর দফতরে ‘নব দিগন্তের পথে’ নামে এক অনুষ্ঠানে জঙ্গিবাদে জড়িয়ে পড়া ৯ তরুণ-তরুণী আত্মসমর্পণ করেন। তাদেরই একজন আবিদা জান্নাত আসমা। অনুষ্ঠানে তিনি নিজের সেই ‘অন্ধকার’ অধ্যায়ের কথা তুলে ধরেন। সেখান থেকে ফিরে আসতে পেরে স্বস্তির কথাও জানান।




Leave a Reply

Your email address will not be published.