সমাজের আলো :দেশে সড়ক-মহাসড়কের বিভিন্ন স্থানে বিভিন্ন গ্রুপ চাঁদাবাজি করে বলে স্বীকার করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানান, এ কারণে জিনিসপত্রের দাম বেড়ে যায়। চাঁদাবাজি বন্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং তার সহায়তাও চেয়েছেন বাণিজ্যমন্ত্রী।সোমবার (৪ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির প্রথম সভা শেষে তিনি বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

টিপু মুনশি বলেন, চাঁদাবাজির কারণে বাজারে পণ্যের সাপ্লাই ব্যাহত হয়। পথে পথে ভোগান্তি কমলে জিনিসপত্রের দামও কমে আসবে, সেটা করার চেষ্টা হচ্ছে। যাতে পণ্য সরবরাহে কেউ বাধা সৃষ্টি না করতে পারে।’সড়কে পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান বাণিজ্যমন্ত্রী।পথে পথে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, কিছুক্ষণ আগেও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা হয়েছে। এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন। বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। সেটা নিয়েও আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কোথায় কোথায় চাঁদাবাজি হচ্ছে, খোঁজ নিয়ে তিনি ব্যবস্থা নেবেন বলে বাণিজ্যমন্ত্রীকে ফোনে জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published.