সমাজের আলো : দেশে সড়ক দুর্ঘটনার প্রায় ৩২ শতাংশের পেছনে আছে মোটরসাইকেল। আর সড়ক দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের প্রায় ৭০ শতাংশ পথচারী, বাইসাইকেল ও মোটরসাইকেল আরোহী। মানসম্মত হেলমেট ব্যবহার করে মোটরসাইকেল আরোহীদের ৩৯ শতাংশের মৃত্যু রোধ করা সম্ভব।বাংলাদেশে জাতিসংঘের নির্দেশিত মানের হেলমেটের উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান বিশেষজ্ঞরা। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠান আয়োজন করে বিশ্বব্যাংক, ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি অটোমোবাইল (এফআইএ), ব্র্যাক ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, গত ছয় মাসে দেশে ১ হাজার ৪৯৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ৪৭৮টি। গত ছয় মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩৩৬ জন প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে ২৩৯ জনের হেলমেট ছিল না। আর আহত হয়েছেন ৩০৫ জন, যাঁদের মধ্যে ২২৪ জনের হেলমেট ছিল না। মানসম্মত হেলমেট না থাকায় এত মানুষের হতাহতের ঘটনা ঘটেছে।




Leave a Reply

Your email address will not be published.