সমাজের আলো : হেফাজতের পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। সাতক্ষীরা শহরসহ বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে পুলিশ। বিক্ষোভ মিছিল ও নাশকতা হতে পারে এমন স্থানে পুলিশী নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও মাঠে রয়েছে। স্থানীয় ও পুলিশের ভাষ্যমতে, শুক্রবার জুম্মার নামাজের আগে কিম্বা পরে বিক্ষোভ মিছিল হতে পারে এমন গোপনন সংবাদের ভিত্তিতে গোটা সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে। জেলা শহরের বাইরে উপজেলা পর্যায়েও একই ধরণের সতর্কতা অবলম্বন করেছে পুলিশ। সাতক্ষীরা সদর থানায় কর্মরত আইন-শৃঙ্খলার কাজে নিয়োজিত একাধিক কর্মকর্তা জানান, হেফাজতের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল ও নাশকতা এড়াতে পুলিশ মাঠে রয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে জানায় সূত্রটি।




Leave a Reply

Your email address will not be published.