সমাজের আলো : সুরাইয়া খাতুন (১৩) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যাকরেছে । নিহত সুরাইয়া উপজেলার খলিষখালী ইউনিয়নের গনেশপুর গ্রামের সিরাজুল কাগুচীর মেয়েও খলিষখালী শৈব বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেনির ছাত্রী । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গনেশপুর গ্রামে।
নিহতের চাচাতো বোন রেশমা জানায়, আজ সন্ধ্যায় তাকে ঘরের আড়ার সাথে ওরনা পেঁচিয়ে ঝুলত অবস্তায় দেখে আমি পরিবারের লোকজনকে বলি। তারপর স্থানীয়দের সহয়তায় তাকে নামানো পর গ্রাম্য ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।গনেশপুর গ্রামের সাবেক ইউপি সদস্য খাইরুল কাগুচি জানায়, বছর দুই আগে অসুখে সুরাইয়ার মা মারা যায়। এ পর থেকে সে মানসিক ভাবে বিধ্বস্থ ছিল। মানসিক সমস্যা কারনে সে আত্মহত্যা করতে পারে বলে তিনি দাবী করেন।বিষয়টি নিয়ে খলিষখালী ক্যাম্প ইনচার্জ নুর হোসেন খানের সাথে কথা বললে তিনি জানান, আত্মহত্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 By সজীব মন্ডল, সহ-সম্পাদক
   By সজীব মন্ডল, সহ-সম্পাদক